৭ বছর ধরে নিখোঁজ তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ, উদ্ধারের দাবিতে জামালপুরে মানববন্ধন

|

তেজগাঁও কলেজের নিখোঁজ উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে উদ্ধারের দাবিতে জামালপুরে মানববন্ধন।

স্টাফ করেসপনডেন্ট, জামালপুর:

৭ বছর ধরে নিখোঁজ ঢাকার তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নিখোঁজ আব্দুল হান্নানের গ্রামের বাড়ি সরিষাবাড়ীর শিমলাবাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজের মা আসমা বেগম, ভাই শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান নিখোঁজের প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ সময় অনতিবিলম্বে আব্দুল হান্নানকে উদ্ধারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে উপাধ্যক্ষ আব্দুল হান্নান ঢাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply