সেমিফাইনালের আগে চোট পেলেন রোহিত, বিশ্রাম নিয়ে আবারও মাঠে

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইনজুরিতে পড়েছেন। যদিও সেই ইনজুরি কাটিয়েও উঠেছেন তিনি।

অ্যাডিলেডে থ্রো ডাউন অনুশীলন করতে গিয়ে একটি বল তার হাতে আঘাত করে। কিছুক্ষণ পর রোহিত আবার অনুশীলন শুরু করলে হাতে ব্যথা অনুভব করেন। এরপর অনুশীলন ছেড়ে বেরিয়ে যান।

পরবর্তীতে অনেক্ষণ হাতে আইসব্যাগ দিয়ে রাখেন এই ব্যাটার। পরে আবার প্র্যাক্টিসে নেমে ছোট ছোট থ্রো করতে থাকেন তিনি। এবং কোনো অস্বস্তি ছাড়াই ব্যাট করেন। রোহিতের চোট তেমন গুরুতর নয় বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

চলতি বিশ্বকাপে নিজের সেরা ফর্মে নেই এই ব্যাটার। ভুগছেন রান খরায়। ৩৫ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত একটি অর্ধশতক করেছেন এই চলতি আসরে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply