কাতারে বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের পরিবারের জন্য ব্যবস্থা করা হয়েছে বিলাসবহুল প্রমোদতরী। যেখানে থাকার নূন্যতম ভাড়া প্রায় ৫৫ হাজার ৭৪৭ টাকা। মূলত বিশ্বকাপকে ঘিরে কাতারে পাড়ি জমানো এত মানুষের থাকার জায়গার অভাবেই এই ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
মরুর বুকে কাতার বিশ্বকাপ। যে কারণে রূপকথার সাজে সেজেছে স্বাগতিক কাতার। আসর রাঙাতে এরইমধ্যে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছে অংশগ্রহণকারী ৩২ দেশের ফুটবলাররা। তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে থাকবেন তাদের স্ত্রী ও বান্ধবীরা। তবে থাকা হবে না একসাথে। আর সেজন্যই ইংলিশ ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের জন্য ভাড়া করা হয়েছে বিশাল এক প্রমোদতরী।
সেই প্রমোদতরীর নাম ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’। বিনোদনের সব রকম রসদ থাকছে বিলাসবহুল প্রমোদতরীটিতে। কাতারের দোহা বন্দরে নোঙর করা থাকবে জাহাজটি। সেখানেই থাকবেন ফুটবলারদের স্ত্রী এবং বান্ধবীরা। ১১,৪৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ জাহাজে বাচ্চাদের জন্য একাধিক বিনোদনের ব্যবস্থা রয়েছে। খেলাধুলার মধ্যে রয়েছে বাস্কেটবল, বাম্পার কার, রোলার ডিস্কো রিঙ্ক খেলার ব্যবস্থা। আছে একাধিক সেলুন, বুটিক, রেঁস্তরা ও পানশালা।
কাতারে মদ্যপান নিয়ে বাধ্যবাদকতা থাকলেও এ প্রমোদতরীতে নিশ্চিন্তে মদ্যপান করতে পারবেন তারা। প্রমোদতরীটির প্রতিটি কেবিনে ডাবল বেড ও বাঙ্কের ব্যবস্থা রয়েছে, সেখানে অনায়াসে চার জন ভাল করে ঘুমোতে পারবেন। কিন্তু এ কেবিনে ন্যূনতম চার রাত কাটাতে হলে রাতপিছু খরচ পড়বে ৫৫ হাজার ৭৪৭ টাকা। রয়েছে আরও বিলাসবহুল কেবিন।
বিশ্বকাপ চলাকালীন এ জাহাজে যেতে পারবেন না ফুটবলাররা। বিশ্বকাপে ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের নিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
/এসএইচ
Leave a reply