ব্রাহ্মণবাড়িয়ায় সাড়া ফেলেছে ‘আর্জেন্টিনা বাড়ি’

|

আলোচিত সেই 'আর্জেন্টিনা বাড়ি'।

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়া ফেলেছে ‘আর্জেন্টিনা’ বাড়ি; পাঁচতলা ওই ভবনটি জুড়ে ফুটে উঠেছে আন্তর্জাতিক ফুটবল সেনসেশন লিওনেল মেসির দলের পতাকা। বাড়ির মালিক জানিয়েছেন, তার ছেলের আবদার পূরণেই আর্জেন্টিনার পতাকার আদলে রং করিয়েছেন তিনি। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আর্জেটিনা ভক্তরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের তালতলা এলাকা। পাঁচতলা ভবন-পুরোটাতেই আর্জেন্টিনার পতাকার আদলে রং। বাড়ির মালিকের নাম মাহাবুবুল আলম খোকন। পেশায় একজন আইনজীবী হলেও পাশাপাশি ক্রীড়া সংগঠক তিনি। জানালেন, এসে গেছে বিশ্বকাপ। তার ওপর, এসএসসি পরীক্ষার্থী ছেলের পছন্দ আর্জেন্টিনা। তাই, সন্তানের আবদার মেটাতে এমনটা করা।

ভবনে ফুটে উঠেছে মেসির দলের পতাকা। এলাকায় ‘আর্জেন্টিনা’ বাড়ি হিসেবে পরিচিতিও পেয়েছে ভবনটি। তাই, ভক্তরাও বসে নেই। ভিড় করছেন সেখানে। তুলছেন সেলফি।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন, বিশ্বকাপ উপলক্ষে বিশ্বজুড়েই এখন চলছে ফুটবল উন্মাদনা। তাই-বাড়িতে রঙ করা কিংবা পতাকা টানাতে গিয়ে যেনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, জনসচেতনতা সৃষ্টিতে আমরা প্রয়োজনে মাইকিং করে, লিফলেট বিলিয়ে সবাইকে সচেতন করবো যেনো ফুটবলের এই প্রতিযোগিতা; প্রতিহিংসায় রূপ না নেয়।

প্রসঙ্গত, কাতারে আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ আসরের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply