অবশেষে রানের দেখা পেলেন বাবর-রিজওয়ান

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান দলের ব্যাটিংয়ে মূল শিকড় হচ্ছেন দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও উইকেট কিপার মোহাম্মাদ রিজওয়ান। তবে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা। সুপার টুয়েলভে প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় নিজেদের হারিয়ে খুঁজছিলেন এ দুই ওপেনার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজেদের ফিরে পেলেন তারা।

বুধবার (৯ নভেম্বর) সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। এ জয়ে মূল ভূমিকায় ছিলেন পাকিস্তান দলের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান। তাদের জোড়া ফিফটিতে ফাইনালের টিকিট পায় পাকিস্তান।

সুপার টুয়েলভে ৫ ম্যাচে বাবর আজমের রান ছিল মাত্র ৩৯, স্ট্রাইক রেট ৪৮.৬৮; যা টি-টোয়েন্টি ক্রিকেটে মারাত্মক হতাশাজনক। অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে থাকা রিজওয়ান রান খরায় ভুগছিলেন। তবে, সেমিফাইনালে দু’জনে জ্বলে উঠে আবারও প্রমাণ করলেন যে, তারা ফুরিয়ে যাননি। তাদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে স্বপ্নের ফাইনালে পাকিস্তান দল।

ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, টিম সাউদির মতো বোলারদের সামনে ঝড়ো ব্যাটিং উপহার দেন এই দুই ওপেনার। বাবর আজম খেলেন ৪২ বলে ৫৩ রানের নান্দনিক ইনিংস। এবং, ম্যাচ সেরা রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস।

অথচ, এই দলটির সুপার টুয়েলভ থেকেই বিদায় নেয়ার ক্ষেত্র প্রস্তুত ছিল। কেননা, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যায় দলটি। তবে, ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে আসা দলটি এখন সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের জয়ী দলের একটি।

আরও পড়ুন: বাবর-রিজওয়ানেই কিউই-বধ, ফাইনালে পাকিস্তান


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply