বেঞ্চে বসে লাল কার্ড দেখেই শেষ হলো পিকের ক্যারিয়ার

|

বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পাননি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার পর রেফারির সাথে জড়িয়ে পড়েন তর্কে। এক পর্যায়ে রেফারি দেখালেন লাল কার্ড। ফলাফল, ক্লাব ফুটবল ক্যারিয়ারের ইতিটা ট্রাজিকই হয়ে গেলো কাতালুনিয়ান ডিফেন্ডার জেরার্ড পিকের।

বুধবার (৯ নভেম্বর) ওসাসুনার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা, শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে কাতালুনিয়ার ক্লাবটি। ম্যাচের ৩০ মিনিটে ওসাসুনার ডিফেন্ডার গার্সিয়াকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন সদ্য দলে আসা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

প্রথমার্ধ শেষ হওয়ার পরে মাঠে প্রবেশ করেন পিকে। লেভানদোভস্কির লাল কার্ডের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। রেফারির অভিযোগ, মেজাজ হারিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন পিকে। এরপর স্প্যানিশ লিগ থেকে তাকে ৬ ম্যাচের জন্য বহিষ্কার করেন। যদিও ক্লাব ফুটবলে এই ম্যাচটিই ছিল পিকের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ম্যাচ শেষে বার্সার কোচ জাভি বলেন, পিকেকে নামানো হতো। কারণ আন্দ্রেস ক্রিস্টেনসেন পুরো ফিট নয় এবং এরিক গার্সিয়াও ব্যথা অনুভব করছে। এ কারণে পিকেকে খেলানোর কথা ভেবেছিলাম আমরা। কিন্তু বিরতির সময় ওরা তাকে লাল কার্ড দেখিয়েছে। মুহূর্তের উত্তেজনায় ঘটনাটা ঘটেছে। তবে জেরার্ডের প্রতিক্রিয়ার সুবিচার পাইনি আমরা।

৩৫ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার বার্সেলোনার হয়ে ৬১০ ম্যাচে ৫১ টি গোল করেছেন। এছাড়াও স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিততে সাহায্য করেছিলেন তিনি। যদিও ১০ জনের বার্সা শেষ অবধি লড়াই চালিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। মিডফিল্ডার পেড্রি ও ব্রাজিলিয়ান নতুন তারকা রাফিনিয়ার গোলে জয় নিশ্চিত করে বার্সা ক্লাবটি। এই জয়ে রিয়াল মাদ্রিদের সাথে ৫ পয়েন্ট ব্যাবধানে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জাভির শীর্ষ্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply