করোনার টিকা কার্যক্রমে বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

|

করোনা মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব একটি মাইলফলক, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে গৃহিত কর্মসূচি প্রশংসনীয়। এখানে ৭৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের পরিসর বৃদ্ধি এবং উন্নয়নে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব কীভাবে আরও বাড়ানো যায়, সে লক্ষ্যে কাজ করছেন বলেও উল্লেখ করেন পিটার ডি হাস। জানান, এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে সাহসী শিশুদের দেখতে গিয়েছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply