মধ্যবর্তী নির্বাচনের প্রভাব রুশ-মার্কিন সম্পর্কের ওপর পড়বে না: ক্রেমলিন

|

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রভাব রুশ-ওয়াশিংটনের সম্পর্কের ওপর পড়বে না। এতে দু’দেশের সম্পর্ক রাতারাতি উন্নয়নের কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে ক্রেমলিন। খবর আল জাজিরার।

বুধবার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে এমনটা জানালেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এসময় তিনি বলেন, নির্বাচনটি গুরুত্বপূর্ণ। তবে এ নির্বাচনের মাধ্যমে দু’দেশের সম্পর্ককে দেখার কোনো দরকার নেই। তিনি আরও আরও বলেন, এই নির্বাচনের ফলে তেমন বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ নেই। সম্পর্ক যেমন আছে আগের মতোই থাকবে।

পেসকভ বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে, এমন অভিযোগ শুনতে শুনতে আমরা অভ্যস্ত। তাই আমরা নতুন কোনো অভিযোগ আমলে নিচ্ছি না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply