নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের কড়া জবাব দিলেন ব্রাজিলভক্তরা (ভিডিও)

|

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল।

আর মাত্র কয়েকদিন বাদেই কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। সারা বিশ্বের পাশাপাশি সে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। সে উত্তাপে নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের ১২০ ফুটের পতাকার বিপরীতে ২৭০ ফুট পতাকা বানিয়ে জবাব দিয়েছে ব্রাজিল সমর্থকরা।

ফুটবল বিশ্বকাপের উচ্ছ্বাসে মেতেছেন দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা। সে উচ্ছ্বাসেই দলকে ভালবেসে এবার ১২০ ফুট লম্বা পতাকা টানিয়েছেন নওগাঁর মোল্লাপাড়া গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা। এর প্রতিক্রিয়ায়, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের কড়া জবাব দিয়েছেন গ্রামের ব্রাজিল সমর্থকরা। তারাও বানিয়েছে পতাকা; তবে তাদের পতাকার দৈঘ্য ২৭০ ফুট!

এক ব্রাজিল সমর্থক বললেন, এটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ব্রাজিলকে ভালোবেসে আমরা সবাই মিলে ২৭০ ফুটের এই পতাকা বানিয়েছি। সামনে ৫০০ ফুটের পতাকা বানানোর পরিকল্পনা আছে আমাদের।

বিশ্বকাপের মাঠে বল এখনও গড়ায়নি, কিন্তু তাকে কি! প্রিয় দলের খেলা নিয়ে সরগরম পাড়া-মহল্লা; জমেছে চায়ের আড্ডা। এক আর্জেন্টিনা সমর্থক বলেন, আমাদের গ্রামে আমরাি প্রথম পতাকা টানিয়েছি। পরে আমাদেরকে দেখে ওরাও পতাকা টানিয়েছে। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি তাই পতাকা টানিয়েছি; আমাদের এক্ষেত্রে কোনো কম্পিটিশন নাই। বিশ্বকাপের মৌসুমে এমনটা খুবই স্বাভাবিক।

সমর্থকদের মধ্যে আলোচনা, সমালোচনা ও যুক্তিতর্কের শেষ নেই। ছড়িয়ে পড়ছে উচ্ছ্বাস; আনন্দে মেতেছেন সবাই। সমর্থকরা বলছেন, ব্রাজিলের খেলা পরিচ্ছন্ন। আর ব্রাজিল সবসময় মাঠ কাঁপিয়েই খেলে। গ্রামের সবস্তরের মানুষ বিশ্বকাপ উপলক্ষে যেভাবে আনন্দে মেতেছেন তা দেখে ভালো লাগছে।

আর্জেন্টিনার ভক্তদের কড়া জবাব ব্রাজিল সমর্থকদের

প্রসঙ্গত, আগামী ২২ কাতার বিশ্বকাপে মেসি ও নেইমারদের দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply