খেরসনে নিযুক্ত রুশ গভর্নরের রহস্যজনক মৃত্যু

|

দুর্ঘটনার পর কিরিলের বিধ্বস্ত গাড়ি। ইনসেটে কিরিল এস্ত্রেমোসোভ (৪৫)।

দখলকৃত খেরসনে প্রাণ হারিয়েছেন রাশিয়া নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল এস্ত্রেমোসোভ (৪৫)। বুধবার (১০ নভেম্বর) এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খবর বিবিসির।

কিরিলের দুর্ঘটনা প্রসঙ্গে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত গাড়িতে করে খেরসন থেকে আরমিয়ানস্কে যাচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি লরি কিরিলের গাড়িটিকে পিষে দেয়। তিনি দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেছিলেন বলেও দাবি তাদের।

এদিকে, ঘাতক লরির গতিবিধি নিয়ে প্রশ্ন তুলছে রুশ প্রশাসন। কিরিল জেলেনস্কি প্রশাসনের পরিকল্পিত হত্যার শিকার বলেও ইঙ্গিত তাদের।

প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে কট্টর অবস্থানের জন্য পরিচিত ছিলেন কিরিল। এর আগে, জেলেনস্কি প্রশাসন ‘দেশদ্রোহী’ হিসেবেও আখ্যা দেয় তাকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply