সাশ্রয়ী মূল্যে বিক্রির উদ্দেশ্যে ১২ হাজার টন চিনি আমদানি করবে সরকার

|

খোলা চিনি। ফাইল ছবি।

ব্রাজিল থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করবে সরকার। এ জন্যে ব্যয় হবে ৬৬ কোটি টাকা। আমদানি করা চিনি সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মোট ১৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রাথমিক স্তরের বাংলা ও ইংরেজি সংস্করণের প্রায় ৭৬ লাখ বই ছাপানোর অনুমোদন দেয়া হয়। এসব বই, মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্যে খরচ হবে ২৬ কোটি টাকা।

সারের সংকট যাতে না হয় এজন্য এক লাখ টন পটাশ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কমিটি। পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুর্নভবা নদীর নাব্যতা ফিরিয়ে আনবে নৌপরিবহন মন্ত্রণালয়। এজন্য দুইটি প্রকল্পে ১০৪ কোটি টাকা খরচ হবে। সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে ৫৭৬ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply