ঢাকায় বেসরকারি শিক্ষক পদপ্রার্থীদের মানববন্ধন, নভেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি

|

চলতি মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক পদের আবেদনকারীরা। তাদের দাবি, ইনডেক্সধারীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে আবেদন করে সুপারিশপ্রাপ্ত হলে তাদের যোগদান বাধ্যতামূলক করতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এসব দাবি নিয়ে রাজধানীর ইস্কাটনের মানববন্ধন করেন বেসরকারি শিক্ষক হতে ইচ্ছুক এসব প্রার্থীরা। তারা জানান, ২০১৯ সালে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশ হয় এ বছরের ১৭ অক্টোবর।

শিক্ষক পদপ্রার্থীরা জানান, মাত্র সাত দিনের জন্য তারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুযোগ পাননি। তাই দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করে তাদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ দেয়ার আবেদন জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply