নতুন হাইপারসনিক মিসাইল আনলো ইরান, দাবি সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করবে

|

সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এমন হাইপারসনিক মিসাইল তৈরি করেছে বলে দাবি করেছে ইরান। হাইপারসনিক মিসাইল সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতোই পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এছাড়া এটি শব্দের চেয়ে ৫ গুণ বেশি দ্রুত উড়ে লক্ষবস্তুতে আঘাত হানতে পারে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইরান রেভোলিউশনারি গার্ডের জেনারেল আমিরালী হাজিজাদেহ দেশটির নতুন হাইপারসনিক মিসাইল আনার তথ্য জানান। খবর এএফপির।

আমিরালী হাজিজাদেহ জানান, হাইপারসনিক মিসাইলটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেনো সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলকে বাধা দিতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে কয়েক দশক সময় লাগতে পারে বলেও জানান এই জেনারেল।

রাশিয়াকে ড্রোন সরবরাহের মাত্র কয়েকদিন পরেই এমন ঘোষণা দিল ইরান। তবে দেশটির দাবি, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক মাস আগে এসব ড্রোন তারা সরবরাহ করেছিল।

এর আগে গত ১৬ অক্টোবর ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরান পুতিন বাহিনীকে মিসাইল সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তখন তেহরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দেয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply