জাপানে ধর্মগুরুসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

|

সারিন গ্যাস প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনায় এক ধর্মগুরুসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জাপানে। ১৯৯৫ সালে টোকিও পাতাল রেলে চালানো ওই হামলায় প্রাণ যায় ১৩ জনের।

মৃত্যদণ্ড কার্যকর হওয়া সবাই ‘আউম শিনরিকিয়ো’ নামের একটি গোপন ধর্মীয় গোষ্ঠীর সদস্য। এর নেতা শোকো আসাহারার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় স্থানীয় সময় শুক্রবার সকালে টোকিওর একটি কারাগারে। এর কিছুক্ষণ পরই বাকি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে আরও ছয়জন।

আধ্যাত্মিক ধর্মীয় সংগঠন হিসেবে ১৯৮৯ সালে জাপানে আত্মপ্রকাশ করে আউম শিনরিকিয়ো। বিশ্বের বিভিন্নস্থানে তাদের প্রচারণাও চালানো হয়। তবে উগ্রবাদী এবং বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জাপান, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ দলটিকে নিষিদ্ধ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply