ইউরোপে অবৈধভাবে প্রবেশ করলেই ফেরত পাঠানো হবে: ইইউ কমিশনার

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইইউয়ের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন।

ইউরোপে অবৈধভাবে প্রবেশ করলেই তাদের ফেরত পাঠানো হবে- বলে জানিয়েছেন ইইউয়ের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন। জানান, বাংলাদেশ থেকে যোগ্য ও দক্ষ কর্মী নিতে আগ্রহী ইউরোপের ২৭ সদস্য রাষ্ট্র।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ইইউ কমিশনার ইয়ালভা জোহানসন বলেন, বছরে প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী প্রবেশ করে ইউরোপে। এর মধ্যে বাংলাদেশি ৩৫ হাজার। তবে অদক্ষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

পাচারকারীদের প্রলোভনে অনেকেই জীবনের ঝুকি নিয়ে ইউরোপ যাচ্ছে- জানিয়ে ইইউ কমিশনার ইয়ালভা জোহানসন বলেন, এ ধরনের প্রবণতা বন্ধে কঠোর হচ্ছে দেশগুলো।

প্রসঙ্গত, দু’দিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকেও তিনি এসব বিষয় তুলে ধরেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply