দেউলিয়া হতে পারে টুইটার, ইঙ্গিত ইলন মাস্কের

|

ছবি: সংগৃহীত।

টুইটারে কর্মী ছাঁটাই আর ব্লু টিকের জন্য মাসিক ফি চালু করা নিয়ে ইলন মাস্ককে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। মাত্র কয়েক দিনের মধ্যে নতুন করে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন টুইটারের নতুন স্বত্ত্বাধিকারী। ঘোষণা দিয়েছেন, কঠিন সময় আসছে, তাই কর্মীদের সপ্তাহে ৪০ ঘণ্টা করে কাজ করতে হবে। তবে তাতেও শেষ রক্ষা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইলন ইঙ্গিত দিয়েছেন, টু্ইটার দেউলিয়া হয়ে যেতে পারে। খবর ফ্রান্স ২৪ এর।

টুইটার কেনার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) কর্মীদের সাথে প্রথম আলোচনায় এমন আশঙ্কার প্রকাশ করেছেন ইলন মাস্ক। মূলত শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ এবং মার্কিন নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তার পরই এলো এমন ইঙ্গিত। ইলন জানান, আগামী বছর কয়েক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে টুইটার। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।

এদিকে, টুইটারের চলমান কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন। কোনো কোম্পানি এবং সিইও’র আচরণ আইন সঙ্গত না হলে যথাযথ পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

দায়িত্ব গ্রহণের পর ইলন মাস্কের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে চরম শঙ্কার মুখে পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের ভবিষ্যৎ। এরই মধ্যে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে বিজ্ঞাপন। তাই চিন্তার ভাঁজ পড়েছে টুইটার কর্মীদের কপালেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply