সুয়ারেজ-কাভানিকে নিয়ে উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

|

অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানিকে দলে নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। এ নিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ দলে নির্বাচিত হলেন সুয়ারেজ ও কাভানি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) উরুগুয়ের স্কোয়াড ঘোষণা করে দলটির ফুটবল ফেডারেশন। যেখানে ৩৫ বছর বয়সী কাভানি গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে বিবেচনায় ছিল। লা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে এই মৌসুমে মাত্র একটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন কাভানি। ২৯ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ভ্যালেন্সিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে, খেলার মাত্র ১৮ মিনিটের মধ্যে তাকে গোড়ালির চোটে মাঠ ত্যাগ করতে হয় তাকে।

৩৫ বছর বয়সী সুয়ারেজ, সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। আন্তর্জাতিক প্রীতিম্যাচে কানাডার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে অবদান রেখেছিলেন তিনি। সুয়ারেজ উরুগুয়ের প্রথম বিভাগে ন্যাসিওনালের হয়ে খেলছেন। এখনও গোল করে দলকে জয় উপহার দিয়ে যাচ্ছেন।

এছাড়াও, উরুগুয়ের স্কোয়াডে তরুণ উদীয়মান প্রতিভার একটি শক্তিশালী মিশ্রণ রয়েছে, ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দে নেতৃত্বে রয়েছেন। ডিফেন্স সামলাবেন বার্সেলোনার সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে গিমেনেজ। লিভারপুলের ডারউইন নুনেজ, টটেনহ্যামের রদ্রিগো বেন্টানকুর এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যাকুন্ডো পেলিস্ট্রিসহ তরুণ তারকা খেলোয়াড় রয়েছেন। উরুগুয়ে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ এইচ-এ বাকি দুই প্রতিপক্ষ পর্তুগাল ও ঘানা।

উরুগুয়ে স্কোয়াড:

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা।

ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্টিয়ান কোটস, হোসে গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, হোসে লুইস রদ্রিগেজ, গুইলারমো ভারেলা , মাতিয়াস ভিনা।

মিডফিল্ডার: জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকুর, নিকোলাস দে লা ক্রুজ, লুকাস তোরেরা, ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে, মাতিয়াস ভেচিনো।

ফরওয়ার্ড: অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, লুইস সুয়ারেজ, ফ্যাকুন্ডো টরেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply