ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে, মধ্যরাতে ছাঁটাইয়ের মেইল পাঠালো মেটা

|

ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে। খবর এনডিটিভি’র।

ভারতীয় বংশোদ্ভূত অন্নেকা পটেল জানান, করোনা মহামারির সময়ে তিনি মেটায় যোগদান করেন। সম্প্রতি তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। মাঝরাতে সদ্যোজাত শিশুকে খাওয়াতে উঠেই অফিসের মেইল দেখতে পান। মেইলে তাকে ছুটিতে থাকাকালে ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয়েছে।

মাত্র কয়েক মাসের শিশুকে নিয়েও সময় বাঁচিয়ে কাজ করে যাচ্ছিলেন অন্নেকা। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বাড়ি থেকে কাজ করার অনুমতিও মিলেছিল।

এদিকে কর্মী ছাঁটাইয়ের কারণ জানানো হয়েছে মেটার দফতর থেকে। সংস্থাটি বলছে, মেটা তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই এই ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply