ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। আর ভারতের হারের পরে রোহিত শর্মাদের খোঁচা দিতে ছাড়লেন না পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। কেননা, পাকিস্তানের সাথেও ১০ উইকেটে লজ্জার হার দেখতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের।
ভারতের হারের পরে টুইট করে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, ‘তা হলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০।’ সেইসাথে পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা দিয়েছেন তিনি।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। ভারতের হয়ে বিরাট কোহলি ৫৭ রান করেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদী প্রথম ওভারেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আউট করে শুরুতেই ভারতের ব্যাটিংয়ে ধস নামান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাবর আজম ৬৮ ও মহম্মদ রিজওয়ান ৭৯ রান করে অপরাজিত থাকেন।
অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বোলারের বিরুদ্ধে চাবুক চালিয়েছে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। কোহলি ৫০ ও হার্দিক পান্ডিয়া করেন ৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখান ইংল্যান্ডের দুই ওপেনার। ভারতীয় বোলাররা তাদের আউট করতে পারেননি। ৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। জস বাটলার ৮০ ও অ্যালেক্স হেলস ৮৬ রান করে অপরাজিত থাকেন। এই দুই ম্যাচের প্রসঙ্গে তুলে এনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে শিরোপার জন্য লড়বে পাকিস্তান-ইংল্যান্ড।
আরআইএম /এনএএস
Leave a reply