খুনিদের লালনপালন করা বিএনপির চরিত্র: প্রধানমন্ত্রী

|

যুবলীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুনিদের লালনপালন করা বিএনপির চরিত্র বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কানাডার ফেডারেল আদালত রায় দিয়েছে, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে যুবলীগের মহাসমাবেশ। সেই সমাবেশের ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে কিছুই করেনি। জিয়াউর রহমান মানুষ হত্যা করেছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করে। 

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করে উন্নয়নের কাজ করে যাচ্ছি। সারাদেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে। অনেকে সমালোচনা করছে উন্নয়ন নাকি চোখে দেখে না। তারা মোবাইল ফোন ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহার করছে। যেটা আওয়ামী লীগ সরকার দিয়েছে। যাদের নেতাই মানি লন্ডারিং, অবৈধ সম্পদের মামলার আসামী; তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না।

যুবলীগের মহাসমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, তারুণ্যের শক্তিই বাংলাদেশের সমৃদ্ধি। যুবলীগকে দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে। আমাদেরকে দেশের সেবা করতে হবে। মানুষের সেবা করতে হবে। ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের বাজারমূল্য বেড়ে গেছে। আমাদের পরনির্ভরশীল হলে হবে না। আত্মনির্ভরশীল হতে হবে। এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। যার যার গ্রামে গিয়ে নিজের জমি এবং অন্যদের অনাবাদি জমি যাতে খালি না থাকে, সেগুলো যাতে চাষ হয় সেটা করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে যেন যুব সমাজ জড়িয়ে না পড়ে তার জন্য কাজ করতে হবে।

আরও পড়ুন: চলছে যুবলীগের মহাসমাবেশ, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply