‘যারা আমাকে বানর মনে করে, তাদের জন্য খেলি না’

|

ছবি: সংগৃহীত

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, ২০২০ সালের ইউরোতে বর্ণবাদী মন্তব্যের কারণে ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন তিনি। এমবাপ্পে বলেছেন, যারা আমাকে বানর মনে করে, তাদের জন্য আমি খেলতে পারি না। খেলি না।

ইউরোর সেবারের আসরে শেষ ১৬’তে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ফ্রান্স। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। সেই সাথে, পুরো আসরে একবারও গোলের দেখা পাননি পিএসজির এই সুপারস্টার। দলের ব্যর্থতায় অনলাইনে বর্ণবাদী মন্তব্যের শিকার হন এমবাপ্পে। এমন অবস্থায় যে জাতীয় দল থেকে অবসরের কথাও ভেবেছিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার, সে কথা স্পোর্টস ইলাস্ট্রেটেড এর কাছে প্রকাশ করেছেন এমবাপ্পে।

তিনি বলেন, আমি ভেবেছিলাম আর খেলবো না। কিন্তু এরপর তাকালাম আমার সতীর্থদের দিকে, যারা আমাকে এতদিন সাহায্য করে এসেছে। ভাবলাম, ছেড়ে দেয়াটা কোনো ভালো বার্তা দেয় না। কারণ, আমি নিজেকে অন্যদের জন্য অনুকরণীয় বলে মনে করি। আর, এটাই নতুন ফ্রান্স; যা আমি ছেড়ে দিইনি। সবার কাছে আমরা এই বার্তাটিই দিতে চাই যে, আমরা সেসব প্রতিকূলতাকে জয় করার মতোই শক্তিশালী।

আরও পড়ুন: মেসি এবার ব্যালন ডি’অর জিতলে আমি ফুটবলই ছেড়ে দেবো: রোনালদো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply