জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বকে একযোগে পদক্ষেপ নিতে হবে: বাইডেন

|

ছবি: সংগৃহীত।

জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী একযোগে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১১ নভেম্বর) মিশরের শার্ম আল-শেখে কপ-টুয়েন্টি সেভেন জলবায়ু সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। খবর সিএনএন এর।

জলবায়ু সম্মেলনে পরিবেশগত চ্যালেঞ্জগুলোর সাথে খাপ খাইয়ে নিতে আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য নতুন উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বাই্ডেন। এ সময় বিশেষ তহবিলও ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিবেশ রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করছে। এটি বিশ্ব নেতৃত্বের একটি দায়িত্ব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, উন্নত দেশগুলোর দায়িত্ব উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করা যেন তারা জলবায়ু সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে সাহায্যের জন্য ওয়াশিংটনের নেয়া পদক্ষেপের একটি রূপরেখা তুলে ধরেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ক্ষমাও চান বাইডেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply