যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই-বোনসহ দুইশ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। খবর ফক্স নিউজের।
শুক্রবার (১১ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, রুশ নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন সিনেটরও রয়েছেন। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে হোয়াইট হাউজ প্রেস সচিব কারিন জ্যঁ পিয়েরেকেও। এছাড়া, আলাদাভাবে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের দুই ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস উইলিয়াম বাইডেনের নাম। এছাড়াও রাজনৈতিক কৌশলবিদ ও জো বাইডেনের বোন ভ্যালেরি বাইডেন ওয়েনসের নামও রয়েছে এ তালিকায়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, যে ২০০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, রুশ কর্মকর্তাদের ওপর দেয়া ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে এ কড়াকড়ি আরোপ করেছে মস্কো।
/এসএইচ
Leave a reply