টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ৯ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। কেবল ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলকে জেতাতে ভূমিকা রাখার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা। যেখানে সবচেয়ে বেশি তিন ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের।
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। তবে এবার বিশ্বকাপে যেন আরও একটু বেশি। খাদের কিনারা থেকে ফিরে এসে শক্তভাবেই ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ও ইংল্যান্ড। কেবল ঘুরে দাঁড়িয়েই ক্ষান্ত হয়নি দল দুটি। আইসিসির টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ইংল্যান্ড ও পাকিস্তানের ৫ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।
পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে দলে ভূমিকা রাখছেন স্যাম কারেন। ৫ ম্যাচে বল করে এরইমধ্যে তিনি তুলে নিয়েছেন ১০ উইকেট। ইকোনোমির অঙ্কটাও বেশ ঈর্ষণীয়। ৭.২৮ গড়ে এই ইংলিশ বোলার জায়গা পেয়েছেন আইসিসির সংক্ষিপ্ত তালিকায়। আর ১৯৯ রান করা জস বাটলার ও ২১১ রান করা অ্যালেক্স হেলস আছেন দৌড়ে।
বাজেভাবে টুর্নামেন্ট শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ভাগ্যের বদান্যতায় সেমিফাইনালের সুযোগটা কাজে লাগাতে ভোলেননি শাদাব খান-শাহিন আফ্রিদিরা। দুজনের শিকার ১০ উইকেট করে, ব্যাট হাতেও আছে অবদান। শাদাব-আফ্রিদি তাই ভালোভাবেই আছেন আইসিসির সংক্ষিপ্ত টুর্নামেন্ট সেরার তালিকায়।
সেমিফাইনাল থেকে ভারত বিদায় নিলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ভিরাট কোহলি। ৯৮’র উপর গড়ে ২৯৬ রান করেছেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের আরেক ক্রিকেটার সূর্যকুমার যাদব নজর কাড়েন সবার। ১৯০’র কাছাকাছি স্ট্রাইক রেটে এই ব্যাটারের সংগ্রহ ২৩৯ রান। আইসিসির সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে এই দুই ভারতীয়র। এছাড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে।
আরও পড়ুন: যেভাবে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও পাকিস্তান
/এম ই
Leave a reply