রুশ সেনা প্রত্যাহারের পর খেরসনকে নিজেদের দাবি জেলেনস্কির

|

ইউক্রেনের খেরসন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পর অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর, সেনা প্রত্যাহারের বিষয়টিকে অসাধারণ বিজয় বলে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, এখন পর্যন্ত আমাদের যোদ্ধারা শহরের কাছাকাছি অবস্থান করছে। কিন্তু বিশেষ ইউনিট ইতোমধ্যে ভেতরে পৌঁছে গেছে। এ সময় তিনি একটি ভিডিও ফুটেজ পোস্ট করেন, তাতে ইউক্রেন সেনাদের জড়ো হতে দেখা গেছে।

পাশাপাশি, এদিন কেন্দ্রীয় খেরসন স্কয়ারে জাতীয় সঙ্গীত বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের পার্লামেন্ট।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply