মিশরের উত্তরাঞ্চলীয় নীল ডেল্টায় মিনিবাস উল্টে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, মিনিবাসটি স্টিয়ারিং হুইলের ত্রুটির কারণে ডাকাহলিয়া প্রদেশে একটি খাদে পড়ে যায়। এছাড়া কোনো বিস্তারিত তথ্য তারা দেয়নি। খবর এএফপির।
মিশরে সড়ক দুর্ঘটনা খুব সাধারণ একটি বিষয়। ট্রাফিক আইন অমান্য এবং রাস্তার ত্রুটিকেই দায়ী করেন অনেকে।
২০২১ সালে দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, মিশরে ওই বছর ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এটিএম/
Leave a reply