গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, ৭টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার ৩০ মিনিটের দিকে প্রথমে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে, আগুনের মাত্রা বেড়ে গিয়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর সদর থেকে ৩টি, ডিবিএল ১টি, টঙ্গী ১টি ও কালিয়াকৈর ২টি মোট ৭টি ইউনিট টানা তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে খবর পেলে প্রথমে গাজীপুর সদর থেকে ৩টি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে মোট ৭টি ইউনিট কাজ করে।

পানির সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পাশাপাশি ঝুটের গোডাউন থেকে প্রচুর ধোয়া বের হওয়ার কারণে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যা সৃষ্টি হয়।

প্রথমিকভাবে হতাহত এবং ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply