মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হলো দু’টি বিমানের। শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় বিকেলে এক এয়ার শো’তে হয় এ ঘটনা। খবর এনবিসি নিউজ’র।
প্রবীণ দিবস উপলক্ষে ডালাসে আয়োজন করা হয় তিন দিনের ঐ শো। অংশ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের দু’টি বিমান- বোয়িং বি সেভেনটিন ফ্লাইং ফরট্রেস ও বেল পি সিক্সটি থ্রি কিংকোবরা। শো’য়ের এক পর্যায়ে একটি বিমান অপরটিতে আঘাত হানে। দুমড়ে মুচড়ে যায় বিমান দু’টি। প্রায় একই সাথে আছড়ে পড়ে মাটিতে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় দু’টিতে। হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।
সাধারণত চার থেকে পাঁচজন ক্রু থাকে বি সেভেনটিনে। আর পি সিক্সটি থ্রি একক পাইলট পরিচালিত উড়োযান। ২য় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলো বি সেভেনটিন বোম্বার।
সোভিয়েত বিমান বাহিনীকে মোকাবেলায় ব্যবহার হতো ফাইটার এয়ারক্রাফট পি সিক্সটি থ্রি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
/এনএএস
Leave a reply