মিশরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২১

|

ছবি: সংগৃহীত

মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। খবর আল জাজিরা’র।

শনিবার (১৩ নভেম্বর) বাসটি দেশের উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই বাসে ৩৫ জন আরোহী ছিলেন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ২১ জনের মৃত্যু তিনজন শিশুও রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী আবর বিশ্বের জনবহুল এই দেশটিতে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাইয়ে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে প্রায় ২৫ জনের মৃত্যু হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply