ফিরমিনোকে ব্রাজিল দলে না রাখা পাগলামি: ক্লপ

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেলেসাওদের ২৬ সদস্যের দলে সুযোগ মেলেনি লিভারপুলের তারকা ফরোয়ার্ড রবার্ট ফিরমিনোর। ব্রাজিল দলে ফিরমিনোর সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ফিরমিনোকে দলে না রাখায় ক্লপ বলেন, এটা পাগলামি। তার মতো নিখুঁত খেলোয়াড়কে বাদ দেয়াটা পাগলামি ছাড়া কিছু নয়।

সেপ্টেম্বরে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে ছিলেন ফিরমিনো। প্রীতি ম্যাচে দলে থাকা সত্ত্বেও সেলেসাও কোচ তিতের ২৬ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ মেলেনি অলরেডদের এই নাম্বার নাইনের।

সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুল কোচ ক্লপ জানান, ববিকে (ফিরমিনো) মূল স্কোয়াডে না দেখা আমার জন্য মারাত্মক আঘাত ছিল। ববিকে পেয়ে আমি খুশি, কিন্তু সে বিশ্বকাপ দলে থাকার যোগ্য খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আমি মনে করি, তার দলে থাকাটা প্রাপ্য ছিল।

ক্লপ আরও বলেন, ফিরমিনোর মতো একজন খেলোয়াড়কে বাদ দিতে পারাই দেখায় এই ব্রাজিলিয়ান স্কোয়াড কতটা অবিশ্বাস্য ভালো এবং প্রতিভাবান। এটা নিছক পাগলামি। সত্যি বলতে, এরকম খেলোয়াড়কে বাদ দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।

উল্লেখ্য, ফিরমিনো প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অলরেডদের হয়ে নয়টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল।

আরও পড়ুন: আশা করি, ঈশ্বর আমাদের সাহায্য করবেন: মেসি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply