নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই রান তুলছে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

টানা দুই ওভারে বাবর আজম ও ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পাড়বে কিনা পাকিস্তান, দেখা দিয়েছিল সেই শঙ্কা। তবে শান মাসুদ ও শাদাব খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়ার মতো সংগ্রহ গড়ার দিকেই এগিয়েছে বাবর আজমের দল। স্যাম কারেন আবার আক্রমণে এসেই শান মাসুদকে লিয়াম লিভিংস্টোনের হাতে বন্দি করলে আবার হোঁচট খায় পাকিস্তান।

রিজওয়ান ও হারিসের বিদায়ের পর পাকিস্তানের সংগ্রহ বাড়ানোর দিকে মনোযোগ দেন বাবর-শান। কিন্তু আদিল রশিদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ২৮ বলে ৩২ রান করে আউট হন বাবর আজম। ইফতিখার আজ তেমন সুবিধা করতে পারেননি। বেন স্টোকসের বলে দ্রুতই সাজঘরে ফিরে যান এই মিডল অর্ডার ব্যাটার। জোড়া আঘাতের পর শান মাসুদ ও শাদাব খান স্বল্প সময়েই তুলে ফেলেন ৩৬ রান। কিন্তু স্যাম কারেন আক্রমণে এসেই ফেরান শান মাসুদকে। পরের ওভারেই শাদাব খানের উইকেট তুলে নেন ক্রিস জর্ডান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের স্কোর ছিল ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান।

এর আগে, সাফল্য পেতে কিছুটা অপেক্ষাই করতে হয়েছে বাটলারের দলকে। নতুন বলে সুইং কাজে লাগিয়ে উইকেট তুলে নিতে পারেনি ইংল্যান্ড। আর, সতর্ক সূচনার পর ধীরে ধীরে রানের গতি যখন বাড়ানোর দিকে ঝুকছে পাকিস্তান রখনই আঘাত হানেন স্যাম কারেন। মোহাম্মদ রিজওয়ানকে ইনসাইড এজ করে সাজঘরে ফেরান এই বাঁহাতি ইনফর্ম পেসার।

বোলিং আক্রমণ নো দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের মতোই কিছুটা নার্ভাস মনে হয়েছে ক্রিস ওকসকেও। সময়ের সাথে ওকস তার লাইন লেংথ খুঁজে পেয়েছেন। তবে কারেনের মধ্যে সেসব দেখা যায়নি। রিজওয়ানকে ক্রিজে থিতু হওয়ার সুযোগ না দিয়েই ইনসুইঙ্গারে খুঁজে পেলেন এজ। স্ট্যাম্প হারিয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ১৫ রান করা রিজওয়ান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply