ব্যাটাররা বড় কোনো পুঁজি না দিতে পারলেও পাকিস্তান যে লড়াই করবে, সেই বার্তা দিতে যেন একদমই সময় নিলেন না শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই ‘আনপ্লেয়েবল’ এক ডেলিভারিতে বিপজ্জনক অ্যালেক্স হেলসের স্ট্যাম্প উপড়ে নিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম ওভারেই নতুন বলের সুবিধা আরও একবার আদায় করে নিলেন শাহিন আফ্রিদি; আর সেটাও প্রচণ্ড প্রয়োজনের মুহূর্তে।
তবে, ম্যাচের ছন্দ যাতে পাকিস্তানের হাতে না যায় সেজন্য পাল্টা আক্রমণ করতেও দেরি করেননি ইংলিশ অধিনায়ক জস বাটলার। নাসিম শাহর করা পরের ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটার। ক্রিজে এখন বাটলারের সাথে আছেন ডেভিড মালানের স্থলে একাদশে আসা ফিল সল্ট। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৩ ওভার শেষে ১ উইকেটে ২৮ রান।
এর আগে, স্যাম কারেনের বোলিং তোপে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল: কারেনের জবাব না জানা পাকিস্তানের ১৩৭ রানের মামুলি সংগ্রহ
/এম ই
Leave a reply