স্নায়ুক্ষয়ী সমাপ্তির দিকে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল

|

ছবি: সংগৃহীত

হ্যারি ব্রুকের উইকেট নিয়ে ম্যাচে ভালোভাবেই নিজেদের উপস্থিতি জানান দিলো পাকিস্তান। ব্রুকের আউটে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। ১২.৩ ওভারে ৮৪ রানের মাথায় ৪র্থ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। নিজেদের ইনিংসের এই সময়ে, পাকিস্তানের সংগ্রহ ছিল ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঠিক যেন পাকিস্তানের সাথে হাত ধরাধরি করেই এগোচ্ছে ইংল্যান্ড।

ব্যাট হাতে কিছুটা সংগ্রাম করছেন বেন স্টোকস। বাড়তি পেস ও বাউন্সে টাইমিং ঠিক রাখতে ব্যর্থ হচ্ছেন এই অলরাউন্ডার। এর সুযোগেই ম্যাচ জমিয়ে তুলেছে নাসিম শাহ-শাদাব খানরা। তার সাথে এখন ব্যাট করছেন মইন আলি। তবে হ্যারি ব্রুকের ব্যাটে বিরতি দিয়ে দিয়ে আসছিল বাউন্ডারি। তার বিদায়ে আস্কিং রান রেটও বেড়ে গেছে ইংল্যান্ডের জন্য। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩০ বলে ৪১ রান।

ইংল্যান্ড ইনিংসের শুরুতে হেলসকে হারালেও বাটলার ঝড়ে সাময়িকভাবে কুপোকাত হয় পাকিস্তানি বোলাররা। দ্বিতীয় ওভারে নাসিম শাহকে ৩ বাউন্ডারি মেরে শুরুর ধাক্কা সামাল দেন বাটলার। ৪টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে মাত্র ১৭ বলে ২৬ রানের কার্যকর ইনিংস উপহার দেন বাটলার। তবে হারিস রউফের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে পাকিস্তান। ফিল সল্ট ও বাটলারের উইকেট নেন এ পাকিস্তানি পেসার। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে ৪৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এর আগে, টস জিতে পাকিস্তান কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। বাঁহাতি পেসার স্যাম কারেনের সুইং ও পেস বৈচিত্র্যের জবাব খুঁজে না পেয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সামনে ১৩৮ রানের মামুলি টার্গেট দেয় বাবর আজমের দল। ফাইনালের চাপ বিবেচনায় নিলে হয়তোবা অনিশ্চয়তার দেখা মিলবে মেলবোর্নে। তবে দেড়শোর বেশি পুঁজি গড়ার সম্ভাবনা জাগিয়েও ইংলিশদের চেপে ধরা বোলিং-ফিল্ডিংয়ে শেষ ৫ ওভারে মাত্র ৩১ রান তুলতে পেরেছে পাকিস্তান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply