২০০০ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারে কমেডি সিনেমা হেরাফেরি। এরপর ২০১৬-এ ফির হেরাফেরিতেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে হেরাফেরি-৩ এ অক্ষয়ের জায়গা দখল করে নিয়েছেন কার্তিক আরিয়ান।
আপাতত দৃষ্টিতে অক্ষয়ের চিত্রনাট্য পছন্দ হয়নি; এমনটা শোনা গেলেও আসল খবর একটু ভিন্ন বলেই গুজব রটেছে। জানা গেছে, প্রযোজক যখন চিত্রনাট্য অক্ষয়ের কাছে নিয়ে যান, তখন এ অভিনেতা সিনেমাটির জন্য ৯০ কোটি ভারতীয় রুপি দাবি করে বসেন। আর এতেই প্রযোজকের চোখ যায় উল্টে।
এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা কার্তিকের দ্বারস্থ হলে তিনি মাত্র ৩০ কোটি রুপিতেই রাজি হয়ে যান। খুব শিগশিরই শুরু হবে ছবির শ্যুটিং।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এটিএম/
Leave a reply