ইউক্রেনের খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে তদন্ত চালাচ্ছে ইউক্রেনীয় প্রশাসন। তদন্তে ইতোমধ্যে ৪০০ এর বেশি যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, তদন্তকারীরা ইতোমধ্যেই ৪০০ এর বেশি রাশিয়ান যুদ্ধাপরাধের তথ্য নথিভুক্ত করেছে। সেখান থেকে সামরিক-বেসামরিক বহু মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অঞ্চলটিতে এরইমধ্যে ২২৬টি বসতি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করেছে প্রশাসন।
এটিএম/
Leave a reply