চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে গেল দিদিয়ের দেশমের দল।
খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে উভয় দল। একের পর এক আক্রমণ করে যাওয়া ফ্রান্স গোলের দেখা পায় খেলার ৪০ মিনিটে। রাফায়েল ভারানের গোলে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে ফ্রান্স। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গ্রিজম্যানের দূরপাল্লার কিকে গোলকিপারকে বোকা বানিয়ে আরও একটি গোল আদায় করে নেন। খেলার ৬১ মিনিটে দ্বিতীয় গোল হওয়ার পর খেলা পুরোপুরি ফরাসিদের দিকে হেলে পড়ে।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি দুই বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে- ফ্রান্স। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স নিজেদের সেরাটা খেলেই শেষ আটে উঠেছে। দ্বিতীয় রাউন্ডে গতির ঝড়ে বিশ্বকাপ মাতিয়েছে এমবাপ্পে, পগবারা।
Leave a reply