ইনজুরির কারণে ফ্রান্স বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড় কিম্পেম্বে এই মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে চলে যান।
এর আগে ২৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তবে শেষ মুহূর্তে মার্কস থুরাম ও এক্সেল দিসাসিকে দলে অন্তর্ভুক্ত করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ সদস্যের দলে কিম্পেম্বে থাকলেও শেষ মুহূর্তে সম্পূর্ণ ফিট না থাকায় দল থেকে ছিটকে যান। কিম্পেম্বের ইনজুরিতে কপাল খুলেছে এক্সেল দিসাসির। লিগ ওয়ানে মোনাকোর হয়ে ডিফেন্সে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই ডিফেন্ডারকে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
কিম্পেম্বের আগে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান গতবার ফ্রান্সকে চ্যাম্পিয়ন গড়ার অন্যতম কারিগর এনগোলো কান্তে ও পল পগবা।
বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: হুগো লরিস, আলফানসো আরিওলা, স্টিভ মান্দান্ডা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, এক্সেল দিসাসি, জুলস কন্ডে, ইব্রাহিমা কোনাতে, বেঞ্জামিন পাভার, উইলিয়াম সালিবা, ডেওট উপামেকানো, রাফায়েল ভারান।
মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, মাতেও গুয়েনদোজি, অ্যাদ্রিয়ান র্যাবিওত, অরেলিয়ান শুয়ামেনি, ফোফানা, ভেরেতোত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, ওসমান ডেম্বেলে, কিংসলে কোমান, অলিভিয়ের জিরু, আতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকোকু।
/আরএইএম
Leave a reply