ফাইনালের ইনজুরিতে দুই সিরিজে অনিশ্চিত শাহিন আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে চোটে পড়ে মাঠ ত্যাগ করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই ইনজুরির কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলা অনেকটাই অনিশ্চিত এই বাঁহাতি পেসারের।

ইনজুরি থেকে সেরে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরেছিলেন শাহিন। আরও বেশি বিশ্রামের আগেই খেলতে পাঠানো হয়েছিল কিনা এই পেসারকে, তা নিয়ে আসরের মাঝেই হয়েছে নানা আলোচনা। শঙ্কাকে সত্যি করে আবারও মাঠের বাইরে চলে গেছে পাকিস্তানের এই স্ট্রাইক বোলার। ফাইনালে হ্যারি ব্রুকের ক্যাচ লুফে নিতে গিয়েই পায়ে ব্যথা পান শাহিন আফ্রিদি। কিছুক্ষণ সাইডলাইনে বিশ্রাম নিয়ে মাঠে ফিরে আবার বল করা শুরু করলে এক বল পরই বুঝতে পারলেন, সায় দিচ্ছে না পা! ব্যথার কারণে আর বল করতে পারেননি তিনি। আবারও মাঠ ছাড়তে হয় শাহিনকে।

এই ইনজুরিতে ডিসেম্বরে ইংল্যান্ড এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলা অনিশ্চিত হয়ে গিয়েছে এই পেসারের। সেই সাথে আফ্রিদির কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে বিপিএল খেলাও এখন অনিশ্চয়তার মুখে।

আরও পড়ুন: টেস্ট ও ওয়ানডে খেলতে ১ ডিসেম্বর ঢাকায় আসবে ভারত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply