মোবাইল টাওয়ারের রেডিয়েশন মাত্রা: বিশেষজ্ঞ মতামতের জন্য ৭ সদস্যের কমিটি গঠন

|

স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে মোবাইল টাওয়ারের রেডিয়েশন মাত্রা আন্তর্জাতিক মানের কম হওয়া উচিত কিনা, সে ব্যাপারে বিশেষজ্ঞ মতামত জানতে ৭ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ কমিটি গঠন করে দেন। এটমিক এনার্জি কমিশনের সাবেক সদস্য ড. মো. কামরুজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৪ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মোবাইল টাওয়ারের রেডিয়েশন মাত্রা আন্তর্জাতিক মাত্রার ১০ ভাগের এক ভাগ নির্ধারণ করা হলে স্বাস্থ্যঝুঁকি কমবে কিনা, তা প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত মতামত দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply