বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্নের অভিযান তিতাসের

|

বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করেছে তিতাস গ্যাস। মেরুল বাড্ডা, মিরপুর, দক্ষিণখানসহ ঢাকার বেশকিছু এলাকায় তিতাসের ৩০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মেরুল বাড্ডায় অভিযান শেষে এমনটি জানান তিতাসের জিএম রশিদুল আলম। অভিযানে এলাকার ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি বলেন, এসব সংযোগের মালিকের আড়াই থেকে সাড়ে ৪ লাখ টাকা বকেয়া আছে। বারবার সময় দেয়ার পরেও তারা বকেয়া পরিশোধ করেনি। এমনকি ৪ বছর আগে যে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, সেই একই বাড়িতে অবৈধ সংযোগ পেয়েছে তিতাস। বকেয়া আদায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply