সুনামগঞ্জে মারা যাওয়া ব্যক্তির সাথে সম্মেলনের কোনো সম্পর্ক নেই: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে কেউ মারা যায়নি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার সম্মেলনের সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার শুরুতে এ কথা জানান ওবায়দুল কাদের। বলেন, এক বিদ্রোহীর মঞ্চে বসা নিয়ে সুনামগঞ্জে সামান্য ঝামেলা হয়েছিল। দ্রুত তা ঠিকও হয়ে যায়। আরমান নামে যে ব্যক্তির নিহতের খবর গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তার সাথে সম্মেলনের কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় নিহতের বিষয়ে কিছু গণমাধ্যম ভুল তথ্য দিয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ পর্যন্ত যতো জায়গায় আওয়ামী লীগের সম্মেলন হয়েছে, কোথাও হট্টগোল হয়নি বলেও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply