জলবায়ু ও অর্থনৈতিক সংকট নিয়ে কাজ করার প্রত্যয়ে প্যারিস-বেইজিংয়ের বৈঠক

|

বৈঠক শেষে ফটোসেশনে শি ও ম্যাকরন।

জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করবে প্যারিস-বেইজিং- চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে এমন প্রত্যয় জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর বিবিসির।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জি-২০ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বসেন এ দুই নেতা। এ সময় আমদানি-রফতানি, কূটনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এর পাশাপাশি, রুশ-ইউক্রেন সংঘাত, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসাথে কাজ করার ঘোষণা দেন দুই নেতা।

বৈঠক শেষে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, নেতৃত্বদানকারী দেশ হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। বিশেষ করে রুশ-ইউক্রেন সংঘাত বন্ধ এবং চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমরা একসাথে কাজ করার সুযোগ রয়েছে। এবং আমাদের এ সুযোগ কাজে লাগানো উচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply