থাইল্যান্ডে প্রমোদতরী ডুবি, নিহত ৩৭

|

থাইল্যান্ডের ফুকেটে প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৮ আরোহী। নিহতদের সবাই চীনের নাগরিক বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

এদিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল উদ্ধার তৎপরতা। শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় আবার শুরু হয় খোঁজাখুঁজি। দেশটির নেভি সিলের কর্মকর্তারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রমোদ তরীটিতে ছিলেন ১০৫ আরোহী। যাদের ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড। উদ্ধার হওয়া আরোহীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply