Site icon Jamuna Television

জয়পুরহাটে বাসের চাপায় প্রাণ হারালেন সাবেক সেনা সদস্যের স্ত্রী

দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে বাসের চাপায় মাসুমা খাতুন (৪০) নামে সাবেক এক সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী সাবেক ল্যান্স কর্পোরাল সিরাজুল ইসলাম (৪৭)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের বিজিবি ক্যাম্প-পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম তার স্ত্রীসহ একটি মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। তারা পারুলিয়া বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী দম্পতি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাসুমা খাতুন মারা যান। এছাড়া অবস্থা গুরুতর হওয়ায় সিরাজুল ইসলামকে বগুড়ায় রেফার করা হয়েছে বলে জানা গেছে। 

দুর্ঘটনায় নিহতের ব্যাপারটি নিশ্চি করে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

/এসএইচ 

Exit mobile version