Site icon Jamuna Television

জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভকেট সামছুল আলম দুদু।

প্রথম দিনের খেলায় স্বাগতিক জয়পুরহাট জেলা দলের মুখোমুখি হয় সিরাজগঞ্জ জেলা দল। খেলায় জয়পুরহাট জেলা দল ১-০ গোলে জয় লাভ করে। আগামী বৃহস্পতিবার পাবনা জেলা দলের সাথে খেলবে দিনাজপুর জেলা ফুটবল দল। টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিয়েছে ৮টি দল। দলগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, রংপুর ও নাটোর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি আহসান কবির এপ্লব প্রমুখ।

/এসএইচ

Exit mobile version