Site icon Jamuna Television

মোস্তাফিজকে রেখে দিলো দিল্লি

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান। গত আসরে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বাংলাদেশি পেসারের ওপর ভরসা রেখেছেন দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিতে রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। এদিন দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৯ ক্রিকেটারকে রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে দুই কোটি রুপির বিনিময়ে টাইগার পেসার মোস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে মাঠে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি ফিজ। আসরে ৮ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। নেন ম্যাচের সমান সংখ্যক ৮ উইকেট। তবুও ফিজের ওপরই ভরসা রেখেছে দিল্লি।

আইপিএলে এর আগে মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।

/এনএএস

Exit mobile version