খাদ্য ও জ্বালানি অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে চীনের সতর্কতা

|

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

খাদ্য ও জ্বালানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে বিশ্ববাসীকে সতর্ক করেছে চীন। মঙ্গলবার (১৫ নভেম্বর) জি-২০ সম্মেলনে দেয়া এক ভাষণে এ নিয়ে উদ্বেগের কথা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর হিন্দুস্তান টাইমসের।

শি জিনপিং বলেন, খাদ্য ও জ্বালানি সমস্যার রাজনীতিকরণ ও অস্ত্রায়নের বিরুদ্ধে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। এ সময় বিভিন্ন দেশের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পুরনো নীতির সমালোচনা করেন চীনা প্রেসিডেন্ট।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা চীনের নেই বলে মন্তব্য করেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা কিংবা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা বদলে দেয়ার কোনো আকাঙ্ক্ষা বেইজিংয়ের নেই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply