Site icon Jamuna Television

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ‘এলবো ক্র্যাব’

সাতক্ষীরা প্রতিনিধি :

সাগরে বিরল প্রজাতির শিপহেড মাছের পর এবার ধরা পড়লো বিরল প্রজাতির ‘এলবো ক্র্যাব’। মঙ্গলবার (১৫ নভেম্বর) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এ কাঁকড়া। বর্তমানে এ কাঁকড়াটি রয়েছে সুন্দরবনের দুবলারচরে।

দুবলারচরে অবস্থানকারী জেলে অশোক বিশ্বাস জানান, সাগরে মাছ ধরার জন্য জাল ফেলেন খুলনার কাঁঠালতলা এলাকার মনোরঞ্জন বিশ্বাস। তার জালে অদ্ভুত প্রকৃতির দেখতে প্রাণীটি ধরা পড়ে। অনেকটা কাঁকড়ার মত দেখতে। তবে কেউ চিনতে পারেনি এখনো। এর আগে এমন প্রাণী ধরাও পড়েনি। এটি বর্তমানে আমার কাছে রয়েছে। এর আগে গত শুক্রবার একই জেলের জালে ধরা পড়েছিল বিরল প্রজাতির শিপহেড ফিস।

প্রাণীটির ছবি ও ভিডিও দেখােনো হয় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানকে। তিনি বলেন, এটি আমিও চিনতে পারিনি। তবে ছবি ও ভিডিও একজন গবেষকের কাছে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছেন, এটি বিরল প্রজাতির এলবো ক্র্যাব। এটি মূলত গভীর সমুদ্রে থাকে। তবে এই কাঁকড়ার আবাসস্থল ফিলিপাইন। আমাদের অঞ্চলে এই বিরল প্রজাতির কাঁকড়া আগে কোথাও ধরা পড়েছে এমন কোনো তথ্য নেই।

ইউএইচ/

Exit mobile version