আশুলিয়ায় ৬০০ বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

|

সাভার প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় প্রায় ৬শ’ বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার।

বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম নেতৃত্বে চালানো হয় এ অভিযান।

সাভার তিতাস কর্তৃপক্ষ জানায়, আশুলিয়ার ধনাইদ বাগবাড়ি এলাকায় তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় তিন কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৬শ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ ও রাইজার।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি অবৈধ সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply