ছাত্র-পুলিশ সংঘর্ষে আবারও উত্তপ্ত চিলি

|

বিবিসি থেকে সংগৃহীত ছবি।

নিরাপত্তা বাহিনীর সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের জেরে উত্তপ্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলি। মঙ্গলবার (১৫ নভেম্বর) উভয়পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সান্টিয়াগো। খবর বিবিসির।

মঙ্গলবার (১৫ নভেম্বর) শিক্ষার পরিবেশসহ বিভিন্ন দাবিতে রাজপথে নামে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেও হয় বিক্ষোভ। নিরাপত্তা বাহিনী ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত।

পুলিশের দাবি, ছাত্ররা তাদের লক্ষ্য ইট-পাটকেলসহ অন্তত ৫০টি ককটেল ছুড়লে আরম্ভ হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। দীর্ঘ কয়েক ঘণ্টা সংঘর্ষের পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply